পূর্ব রেলে শারীরিক প্রতিবন্ধী নারী কর্মচারীকে হয়রানির অভিযোগ!

রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত এক শারিরীক প্রতিবন্ধী নারী কর্মচারীকে কর্মস্থলে হয়রানির অভিযোগ উঠেছে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক পরিদর্শন দপ্তরের অফিস সহকারী নেহাল হাসানের বিরুদ্ধে। এ বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন ওই নারী।

গত ২১ সেপ্টেম্বর রেলের খালাসি মারজিয়া সুলতানা মৌ (২৫) নামের শারীরিক প্রতিবন্ধী ওই নারী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বরাবর নেহাল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মারজিয়া মৌ উল্লেখ করেন, ২০২৩ সালের ২৭ এপ্রিল পাহাড়তলী রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে প্রতিবন্ধী কোটায় যোগদান করেন মারজিয়া। যোগদান করার পর থেকে একই অফিসের অফিস সহকারী নেহাল হাসান তাকে নানাভাবে হয়রানি করে আসছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময় নেহাল হাসান মারজিয়ার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলতো। দুর্ব্যবহার করা ছাড়ারও পানির বোতল গায়ে ছুঁড়ে মারা, হাত ধরে আঙুলে জোরে চাপ দেওয়াসহ বিভিন্ন বাজে আচরণ করতো। এমন আচরণের কারণে মারজিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের জেলা সরঞ্জাম পরিদর্শন দপ্তরের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগেও এক নারীর সঙ্গে এমন আচরণ করেছেন নেহাল। ফলে ওই নারী বাধ্যহয়ে শেষ পর্যন্ত দপ্তর পরিবর্তন করে অন্যত্র চলে যায়।

অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন বিভাগীয় সরঞ্জাম নিয়ন্ত্রক (পরিদর্শন) আরিফুজ্জামান শিকদার। তিনি বলেন, এর আগেও নেহালের বিরুদ্ধে বিভিন্ন মৌখিক অভিযোগ পেয়েছি, এবার পেলাম লিখিত অভিযোগ, তদন্ত সাপেক্ষে মারজিয়ার অভিযোগ প্রমাণিত হলে নেহালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য—জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক পরিদর্শন দপ্তরের অফিস সহকারী নেহাল হাসান ২০১৮ সালে রেলওয়ে পূর্বাঞ্চলে অফিস সহকারী পদে যোগদান করেন, তার বাড়ী বরিশালে।

সকালের-সময়/মঞ্জুর/এমএফ