চট্টগ্রাম, ২৬ নভেম্বর ২০২৩
এইচএসসি ২০২৩ ব্যাচের চমৎকার ফলাফলের মধ্যদিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আবারো তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। দুপুর ১২ টায় ফলাফল প্রকাশের সাথে সাথে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে কলেজ প্রাঙ্গণ হয়ে উঠে মুখরিত। এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে মোট ২৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশসহ ৬৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। উল্লেখ্য বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী ১৭০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী ৬৬ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন এবং সাথে সাথে মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে অনুরোধ করেন।