ইসরাইলের রামাত ডেভিড’বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের রামাত ডেভিড’বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইনসাফ বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের হাইফা শহরের পূর্বে ‘রামাত ডেভিড’ নামে একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন রকেট ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। গাজা যুদ্ধের মধ্যে গত কয়েকদিন ধরে এই দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে লেবাননে বিমান হামলা চালায় ইসরাইল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে জানায় ইসরাইলি বাহিনী।

এই হামলার জবাবেই রোববার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ইসরাইলের ওই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয় বলে দাবি হিজবুল্লাহর। হামলার সময় উত্তর ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয়। আল জাজিরা বলেছে, গোষ্ঠীটির দাবি নিশ্চিত হলে গত বছরের অক্টোবরে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হওয়ার পর এটা হবে ইসরাইলের সবচেয়ে গভীরে হামলার ঘটনা।

গত মঙ্গল ও বুধবার পরপর দুইদিন হিজবুল্লাহর সদস্যেদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে (বেতার যোগাযোগ যন্ত্র) একযোগে বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন নিহত ও তিন হাজার জন আহত হয়। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করে। যদিও তেল আবিব এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

এরপর শুক্রবার ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলসহ আরও অন্তত ১২ নিহত হন। এতে বেশ বেকায়দা পড়ে যায় ইরানপন্থি গোষ্ঠী।

এসব ঘটনায় ইসরাইল-লেবানন সীমান্তে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার ইসরাইলের সবচেয়ে গভীর ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে চালায় হিজবুল্লাহ। এ হামলার হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলার কথা নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে, ফাদিয়া-১ ও ফাদিয়া-২ ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই হামলা চালিয়েছে তারা। গত কয়েক মাসে তারা ইসরাইলের দিকে যেসব রকেট ছুড়েছে তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দাবি অনুযায়ী- ২০০৬ সালের যুদ্ধের পর এবারই প্রথম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভেতরে ২০ কিলোমিটারের বেশি দূর পর্যন্ত পৌঁছায়। এবারই তারা প্রথমবারের মতো ৪৫ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করল। হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটিসহ বিভিন্ন এলাকায় রকেট জব্দ করার কথা শোনা যায়।